জেলা ও দায়রা জজ

মোঃ মিজানুর রহমান
সিনিয়র জেলা ও দায়রা জজ
চাঁপাইনবাবগঞ্জ
জনাব মোঃ মিজানুর রহমান ১৫ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় 'জেলা ও দায়রা জজ' হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস (বিচার) ১৮তম ব্যাচের একজন সদস্য। ১৯৯৯ সালে তিনি সহকারী জজ হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। ইতোপূর্বে তিনি সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বগুড়া, নাটোর, নীলফামারী, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট, লালমনিরহাট, রংপুরসহ বিভিন্ন জেলায় বিচারিক দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল জুডিসিয়াল ট্রেনিং একাডেমী, ভূপাল, উত্তরাখন্ড জুডিসিয়াল এন্ড লিগ্যাল একাডেমি ভারত, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া সহ দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
তিনি একটি মুসলিম শিক্ষানুরাগী পরিবারে পাবনা জেলার বেড়া পৌরসভাধীন কর্মকারপাড়া সাকিনে জন্ম গ্রহণ করেন । তাঁর পিতা ছিলেন পুস্তক ব্যবসায়ী, মা গৃহিণী। আট ভাই-বোনের মধ্যে পঞ্চম, ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী গৃহিণী, তিনি দুই সন্তানের জনক। তিনি পাবনা জেলার বেড়ায় অবস্থিত বিপিনবিহারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক ও বেড়া বিপিনবিহারী পাইলট উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক এবং বেড়া মহাবিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কৃতিত্বের সাথে পাশ করেন । তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (সম্মান) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেন।